এটি কোন টিউটোরিয়ালমূলক পোস্ট না, এটি আপনাদের জন্য আগাম সতর্কবার্তা।
আছে তারাও আক্রান্ত হয়ে যায়।
গত 7 তারিখ, আমি করোনার লাইভ আপডেট নিয়ে একটি পোস্ট করি,
তো তখন একটি স্ক্রিনশট তুলি, সেখানে মাএ 164 জন আক্রান্ত ছিলো।
তো তখন একটি স্ক্রিনশট তুলি, সেখানে মাএ 164 জন আক্রান্ত ছিলো।
কিন্তু আজ হঠাৎ আপডেট চেক করতেই চমকে ওঠি। মাএ তিনদিনের ব্যবধানে প্রায় 300 এর কাছাকাছি লোক আক্রান্ত হয়ে গিয়েছে!
অর্থাৎ ভাইরাসের প্রভাব খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। এরকম গতিতে বাড়তে থাকলে মাএ 10 দিনেই সংখ্যাটা 2 হাজারের বেশি হয়ে যাবে।
কোন জেলাতে কতজন আক্রান্ত তা দেখতে এই লিংকে যান
http://zorexid.cu.ma/corona-live-update
করোনা ভাইরাসের ভয়াবহতা বেশি হওয়ার কারণ এর জীবাণু দেহে প্রবেশের পর 16 দিন পর্যন্ত রোগী কোন লক্ষণ টের পায় না।
তো এই 16 দিনে তার কাছাকাছি যারা
এখন করোণীয় কি?
এখন একটা কাজই করা যেতে পারে,
সেটা হলো দূরত্ব বজায় রাখা। বাঙ্গালী মিশুক প্রকৃতির, তাই তারা না করলেও কাছে চলে আসে।
এখন একটা কাজই করা যেতে পারে,
সেটা হলো দূরত্ব বজায় রাখা। বাঙ্গালী মিশুক প্রকৃতির, তাই তারা না করলেও কাছে চলে আসে।
তাই যেভাবেই হোক, নিজের বাবা মা ভাই বোনের সাথে কিছুটা দূরত্ব বজায় রাখেন, নয়তো কিভাবে আক্রান্ত হবেন টেরও পাবেন না।
বাঙ্গালী গরীব জাতি, চিকিৎসা করা তো দূরের কথা, খাবারের টাকাও এখন কমে আসতে শুরু করেছে।
তাই সতর্ক না থাকলে সপরিবারে শহীদ হওয়া ছাড়া গতি থাকবে না।
আর আল্লাহর কাছে সময় থাকতে তওবা করে নিন, কারণ মৃত্যু নিশ্চিত হয়ে গেলে আর তওবা কবুল হবে না।
আর আল্লাহর কাছে সময় থাকতে তওবা করে নিন, কারণ মৃত্যু নিশ্চিত হয়ে গেলে আর তওবা কবুল হবে না।
আপনার করোনা হয়েছে কিনা বুঝবেন কিভাবে?
এটা বোঝার জন্য এই ওয়েবসাইটে যান এবং প্রশ্নগুলোর উওর দিন, তাহলেই বুঝে যাবেন।
এটা বোঝার জন্য এই ওয়েবসাইটে যান এবং প্রশ্নগুলোর উওর দিন, তাহলেই বুঝে যাবেন।
Corona Google Map
1 Comments
nice post
ReplyDelete